বলিউডে যখন চলছে দিওয়ালি উৎসব, তখনই পড়লো শোকের ছায়া। জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি তার বাবা হারালেন। আজ রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রানির বাবা রাম মুখার্জি। আজ দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
সূত্র মতে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে মুম্বাইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোনা যাচ্ছে, গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন পরিচালক। স্বাভাবিকভাবে শোকস্তব্ধ রানির পরিবার। রাম মুখার্জি বাংলা ও হিন্দি সিনেমা জগতের একজন সুপরিচিত পরিচালক ও প্রযোজক। এমনকি বহু সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি। বাবার হাত ধরেই চলচিত্র জগতে পা রেখেছিলেন এই বাঙালি অভিনেত্রী।
১৯৯৬ সালে রাম মুখার্জি পরিচালিত ও প্রযোজিত ‘বিয়ের ফুল’ দিয়েই বাংলা ছবিতে অভিষেক রানির। তার প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বারাত’ ছবিরও প্রযোজকের ভূমিকায় ছিলেন তার বাবা। বলিউডে তার কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কিংবদন্তি দিলীপ কুমার এবং বৈজন্তি অভিনিত ‘লিডার’ (১৯৬৪) এবং ‘হাম হিন্দুস্তানি’ (১৯৬০)। নিঃসন্দেহে তার প্রয়াণে ভারতীয় চলচিত্র জগতে শূন্যতার সৃষ্টি হলো।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি