২০ লাখ সিম ফ্রি দেবে টেলিটক

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নতুন প্যাকেজ ‘অপরাজিতা’ চালু করেছে দেশের সরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি টেলিটক।

আজ রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এসময় সারাদেশে নারীদের জন্য ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিনামূল্যে বিতরণ করার ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ভিডিও কল এবং ইন্টারনেট ডাটা ব্যবহারের সুবিধার মধ্য দিয়ে নারী আরো একধাপ এগিয়ে যাবে। নারীর ক্ষমতায়নে এ সিম বিশেষ ভূমিকা পালন করবে।

অপরাজিতা’ সিমের মাধ্যমে টেলিটক থেকে টেলিটক ভয়েস কল ৬০ পয়সা (মিনিট), টেলিটক থেকে অন্য অপারেটরে ৯০ পয়সা, ভিডিও কল (টেলিটক থেকে টেলিটক) ২৪ ঘণ্টায় ৬০ পয়সা মিনিট।

অপরাজিতা সিম অ্যাক্টিভেশনের পর মাত্র আট টাকায় এক জিবি ও ১৪ টাকায় দুই জিবি ডাটা পরবর্তী তিন মাস যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। মেয়াদ হবে সাত দিন।

বাংলাদেশ সময় : ১৩৪৭ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top