ভারতের টোটো সমাজে মেয়েদের বিয়ের আগে মা হওয়াটা বাধ্যতামূলক। এই অদ্ভুত নিয়ম চালু রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার উত্তর প্রান্তে ভুটান সীমান্তে তোর্ষা নদীর ধারে টোটোপাড়া গ্রামে।
এই সমাজে আগে পছন্দের মেয়ের সাথে ১ বছর গোপন মিলন করা বাধ্যতামূলক! সেখানে মাতৃত্বই দেয় পছন্দের সেই পুরুষকে বিয়ের অধিকার। এটাই রেওয়াজ ‘টোটো’দের। সেখানে সবমিলিয়ে ১ হাজার ৫৮৪ টোটোর বাস। এখনো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এই উপজাতিরা।
টোটো সমাজের পুরুষদের কোনো মেয়েকে বেছে নেয়ার অধিকার রয়েছে। ছেলেটির পছন্দ হলে মেয়েটিকে তার সঙ্গে ১ বছর সহবাস করতে হবে। তার মধ্যে মেয়েটি গর্ভবতী হলে তবেই বিয়ে করার উপযুক্ত হয়ে উঠবেন। তবে গর্ভবতী হলেও ছেলেটি যদি ১ বছর পর বলে যে, মেয়েটি তার পছন্দ নয়, তাহলে সে তাকে বিয়ে না করেই ছেড়ে দিতে পারবে।
তবে বিয়ে করতে হলে আগে ২ পরিবারের অনুমতি নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে