করোনার সংক্রমণের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান এ কথা জানান।
সব পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
দেশে দ্রুত করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সব ধরনের পরীক্ষা অনির্দিষ্টকারের জন্য স্থগিত করেছিল কর্তৃপক্ষ।
এর আগে স্থগিত পরীক্ষা নেওয়ার দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আক্তারুজ্জামান আন্দোলনরত শিক্ষার্থীদের আগামী ৭ ফেব্রয়ারি চতুর্থ বর্ষের এবং পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষার রুটিন দেওয়ার ঘোষণা দিলে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. মশিউর রহমান সংবাদমাধ্যমকে জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে বড় কোনো সমস্যা না হলে ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে স্থগিত সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে।