আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে তিন বাংলাদেশি

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিগত ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। এতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক (৩ জন) খেলোয়াড় জায়গা পেয়েছেন। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রকাশিত এই দলের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। আর উইকেটকিপারের দায়িত্বে রাখা হয়েছে মুশফিকুর রহিমকে।

দলটিতে আরও যারা স্থান পেয়েছেন তারা হলেন পাকিস্তানের ফখর জামান, দক্ষিণ আফ্রিকার জনেমান মালান ও রাসি ভ্যান ডের ডুসেন, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা ও দুষ্মন্ত চামেরা, আয়ারল্যান্ডের সিমি সিং ও পল স্টার্লিং।

এক নজরে আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ

পল স্টার্লিং, জনেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডের ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামেরা।

Scroll to Top