বিশ্বজুড়ে করোনায় কিছুটা কমলো দৈনিক সংক্রমণ

এক সপ্তাহ পর বিশ্বজুড়ে কিছুটা কমলো করোনায় দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা। গতকাল শনিবার নতুনভাবে ২৪ লাখ মানুষের দেহে মিললো এই ভাইরাসটি। এদিন, করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন আরও পাঁচ হাজার ৭০০ মানুষ। যা ১৭ অক্টোবরের পর সর্বনিম্ন।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে। দেশটিতে গতকালও ৪ লাখের বেশি মানুষের দেহে মিলেছে করোনা। এছাড়া মারা যান ৮৮৬ জন। সপ্তাহজুড়ে দিনে ৩ লাখের ওপর সংক্রমণ শনাক্ত দেখেছে ফ্রান্স। ইউরোপের দুই প্রতিবেশী ইতালি ও স্পেনেও দু’লাখের কাছাকাছি মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। ভারতে দু’লাখ ৭১ হাজারের মতো শনাক্ত সংক্রমণ হয়েছে। আর প্রাণ হারিয়েছেন ৩১৪ জন।এছাড়া রাশিয়ায় দৈনিক প্রাণহানি ৭২৩ জন হলেও নিম্নমুখী শনাক্তের হার।

Scroll to Top