দল হারলে সবাই হতাশ হন। তবে কোচ-খেলোয়াড়ের সেই হতাশা চাপা রেখে শেষ পর্যন্ত হারটা পেশাদারি দিক থেকেই দেখেন। কিন্তু সমর্থকদের কাছে হার মানেই শুধুই হতাশার, কষ্টের। কোনো কিছুতেই সান্ত্বনা খোঁজে পায় না। শনিবার রাতে হোসে মরিনহোও ‘কোচ’ পদবীর কথা ভুলে হয়ে যান একজন খাঁটি সমর্থক। শনিবার তার দল ম্যানচেস্টার ইউনাইটেড লিগে হাডার্সফিল্ডের কাছে হেরে গেছে ১-২ গোলে। যেটা এই মৌসুমে লিগে ইউনাইটেডের প্রথম হার। অপেক্ষাকৃত দুর্বল দল হাডার্সফিল্ডের বিপক্ষে লজ্জাজনক এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না ইউনাইটেডের পর্তুগিজ কোচ। তিনি এতোটাই হতাশ যে, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ‘কোচ পদবী’র কথা আড়াল করে নিজেকে দাবি করলেন ইউনাইটেডের সমর্থক হিসেবে!
বললেন, ‘আমি ছিলাম ইউনাইটেডের সমর্থক। সত্যিই আমি খুব হতাশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত মান সম্পন্ন হলে হারটা মেনে নেওয়া যায়। কিন্তু প্রতিপক্ষের মনোভাব অপেক্ষাকৃত বেশী আগ্রাসী, এটা মেনে নেওয়া যায় না।’
পরের এই কথাটির মাধ্যমে মরিনহো আসলে ইউনাইটেডের খেলোয়াড়দের মনোভাব নিয়েই প্রশ্ন তুলেছেন। সরাসরিই বলেছেন, ম্যাচে তার খেলোয়াড়দের মনোভাব ছিল প্রীতি ম্যাচের চেয়েও খারাপ! হারের জন্য একমাত্র নেতিবাচক মনোভাবকেই দায়ী করেছেন মরিনহো। বলেছেন, ‘শুধু মাত্র মনোভাবের কারণে ম্যাচ হেরে যাওয়াটা সত্যিই খুব খারাপ। এমনকি কোনো প্রীতি ম্যাচেও আমাদের মনোভাব এতোটা বাজে ছিল, তেমন আমি মনে করতে পারছি না।’
ম্যাচের পরিসংখ্যানও মরিনহোর কথাকেই সমর্থন করছে। ম্যাচে ৮০ শতাংশ বল পজেশন সত্ত্বেও ইউনাইটেড খেলোয়াড়রা হাডার্সফিল্ডের গোলপোস্টে শট নিতে পেরেছে মাত্র ৩টি!
মানে বল দখলে রাখতে পারলেও আগ্রাসী মনোভাব না থাকায় হাডার্সফিল্ডের রক্ষণ ভেদ করে বল নিয়ে ভেতরেই ঢুকতে পারেনি। তাদের প্রতিটা মুভমেন্টই প্রতিহত হয়েছে হাডার্সফিল্ডের রক্ষণ দেওয়ালে। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইউনাইটেডের স্প্যানিশ মিডফিল্ডার অ্যান্ডের হেরেরাও বলেছেন দুর্বল মনোভাবের কথাই, ‘হাডার্সফিল্ডই আমাদের চেয়ে বেশী আগ্রাসী ছিল।’
হেরেরার কথা শুনে বিস্মিত মরিনহো। দার্শনিকের ভঙ্গিতে বলেছেন, ‘হায় ঈশ্বর! একজন খেলোয়াড় এটা উপলব্ধি করছে এবং বলছে। আমার মনে হয়, দলের সব খেলোয়াড়েরই সংবাদ সম্মেলনে যাওয়া উচিত এবং ব্যাখ্যা করা উচিত, কেন এমনটা ঘটল। অবশ্যই এটা আমার জন্য উদ্বেগের বিষয়।’
হার তো আছেই, মরিনহোর ইউনাইটেডের হতাশাটা আরও বাড়িয়ে দিয়েছে নগন প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির জয়। পেপ গার্দিওলার দল শনিবার ৩-০ গোলে জিতেছে বার্নলির বিপক্ষে। দারুণ এই জয়ে শীর্ষে থাকা গার্দিওলার সিটি মরিনহোর ইউনাইটেডের চেয়ে এগিয়ে গেল ৫ পয়েন্টে। শনিবার জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিও। আন্তোনিও কন্তের দল ৪-২ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ