বাংলাদেশের পেস বোলিং কোচের পদ ছাড়ছেন ওটিস গিবসন

টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন ওটিস গিবসন। এক সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। চলতি মাসের ২০ তারিখেই তাই শেষ হচ্ছে এই ক্যারিবিয়ানের বাংলাদেশে দুই বছরের অধ্যায়।

পিএসএলের দল মুলতান সুলতান্সের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন ওটিস গিবসন। মুলতানের বোলিং কোচের পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পেয়েছৈন তিনি। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলের আগে মুলতান সুলতান্সে যোগ দেবেন তিনি।

উল্লেখ্য, গেল ২০২০ সালে চার্ল ল্যাঙ্গেভেল্টের জায়গায় টাইগারদের পেস বোলিং কোচ হয়ে আসেন ওটিস গিবসন। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। খেলোয়াড় জীবনে তিনি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২ টেস্ট ও ১৫ ওয়ানোডে খেলেছেন। ৫২ বছর বয়সী ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই কোচের ঝুলিতে ছিল ৩৭ টি আন্তর্জাতিক উইকেট। এছাড়া তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫৯ ও লিস্ট এ ক্যারিয়ারে ৩১০ উইকেট শিকার করেছেন।

Scroll to Top