ইউক্রেনে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই: রাশিয়া

ইউক্রেনে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠকে এ মন্তব্য করেন মস্কোর উপপররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এদিন ইউক্রেন ইস্যুতে দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক হয়। দুই দেশের প্রতিনিধিদের বক্তব্যে আসেনি তেমন কোন সমাধান। তবে এই আলোচনাকে কার্যকর বলছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ।

বেশ কিছু দিন ধরেই ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে উত্তেজনা চলছে। পুতিন প্রশাসন ইউক্রেনে আক্রমণ করতে পারে এমন শঙ্কা করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তা নাকচ করলো মস্কো প্রশাসন। এ বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়।

এ সময় সের্গেই রিয়াকভ বলেন, আলোচনা জটিল ছিল, তবে কার্যকর হয়েছে। আগামীতে যেসব বিষয় নিয়ে কথা হবে সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছি আমরা। তবে এখনও পরিষ্কার করে বলছি, ইউক্রেনে আক্রমণ চালানোর কোনো পরিকল্পনা আমাদের নেই।

Scroll to Top