ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুপক্ষে টাকা তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৫

তৃতীয় লিঙ্গের দু পক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রাস্তায় সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ঢামেকে আসা আহতরা সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার বিকালে টাকা তোলাকে কেন্দ্র করে দুপক্ষে মারামারির ঘটনায় তারা পাঁচজন আহত হন। তারা হলেন বৃষ্টি (৪০), মুন্নি (৪০), হাবিবা (৩২), লাইজু (২৮) ও কমলা (৩৮)।

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার সাংবাদিকদের জানান, টাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তৃতীয় লিঙ্গের হাবিবা ও রুবি গ্রুপের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি জানান, মারামারির পেছনে কোন কোন ঘটনা রয়েছে তা জানার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top