কুষ্টিয়ার গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার সাপ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর পাড়ে দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের। গতকাল শুক্রবার বিকেলে সাপটির দেখা মেলে উপজেলার চাপড়া ইউনিয়নে গড়াই নদীর পাড়ে। পরে সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দী করে উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। কিন্তু তাতে মেলেনি সাড়া। এ অবস্থায় জনগণ সাপটিকে নিয়ে বিপাকে পড়ে।

অপরদিকে রাসেল ভাইপার সাপের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। স্থানীয় যুবক লিংকন জানান, বিকেলে গড়াই নদীপাড়ে সাপটিকে দেখতে পাওয়া যায়। সাপটি শারীরিকভাবে দুর্বল বলে মনে হচ্ছে। পরে সাপটিকে একটি প্লাস্টিকের বস্তায় ভরে রাখা হয়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয় কিন্তু তাতে কোন সাড়া পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, জনগণ সাপটিকে বস্তাবন্দী করে পুলিশকে খবর দেয়। পুলিশ বনবিভাগকে জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, বনবিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। জেলা বনবিভাগ কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খান বলেন, সাপের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে গড়াই নদীতে জেলেদের জালে দুই দফায় দুইটি রাসেল ভাইপার সাপের দেখা মিলেছিল।

Scroll to Top