যুক্তরাজ্য ও জাপানের কাছ থেকে ৮০ লাখ টিকা পেল বাংলাদেশ

করোনার টিকার বৈশ্বিক কর্মসূচি কোভ্যাক্সের আওতায় জাপান ও যুক্তরাজ্য বাংলাদেশকে প্রায় ৮০ লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকা টিকা হস্তান্তর করেছে। আজ বুধবার, ১৫ ডিসেম্বর, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের কাছে এসব টিকা হস্তান্তর করা হয়।

এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, একই অনুষ্ঠানে জাপানের পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো ৪০ লাখ ৮০০ ডোজ টিকা হস্তান্তর করেন। অপরদিকে, যুক্তরাজ্যের পক্ষ থেকে ৪০ লাখ ৫৫ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর করেন দেশটির হাইকমিশনার চ্যাটার্টন ডিকসন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা হস্তান্তর অনুষ্ঠানে বলেন, দুই দেশের কাছ থেকে পাওয়া এসব টিকা করোনাভাইরাস মোকাবেলায় আমাদের আরো শক্তিশালী করবে। টিকা প্রয়োগের ক্ষেত্রে ইতোমধ্যে বাংলাদেশ তার মূল লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে আমাদের হাতে সাড়ে ৪ কোটি ডোজ টিকা রয়েছে। চলতি মাসেই অর্থাৎ আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রমও শুরু করা হবে। করোনার সংক্রমণ থেকে পরিপূর্ণ সুরক্ষা পেতে বিশ্বের অনেক দেশই টিকার বুস্টার ডোজ তথা তৃতীয় ডোজ প্রয়োগ করছে।

Scroll to Top