আফ্রিকার দেশগুলো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দল নারী বিশ্বকাপের বাছাইপর্বের মাঝ পথে দেশে ফিরে আসে। বাছাইপর্ব বাতিল হওয়ায় টাইগ্রেসরা সরাসরি বিশ্বকাপে সুযোগও পায়। তবে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর তাদের দুইজনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের সংক্রমণ।
গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আক্রান্ত দুই ক্রিকেটারকে রাখা হয়েছে আইসোলেশনে। তবে পুনরায় তাদের স্যাম্পল নেওয়া হয়েছে। সেই ফলের জন্য অপেক্ষা করছে বিসিবি চিকিৎসকরা।
গত ১ ডিসেম্বর দেশে ফেরে নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনাগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। প্রথম দফার কোভিড পরীক্ষায় কেউ পজিটিভ আসেননি। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় দুজনের কোভিড পজিটিভ আসে।