গতকাল মঙ্গলবার আজারবাইজানে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছে। হেলিকপ্টারটি প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনী ও প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে যৌথবিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় সীমান্ত বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় ১৪ জন নিহত ও দুজন আহত হয়েছে। নিহতরা সবাই সামরিক বাহিনীর। তদন্ত চলছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ও তার স্ত্রী মেখরিবান আলিয়েভা।
সংবাদ সূত্রঃ এএফপি