সুন্দরী মানেই যে অষ্টাদশী তরুণী হতে হবে, এ ধারণাকে ভুল প্রমাণ করলেন ৭৩ বছরের ক্যারোলিন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র মিস আমেরিকা মুকুট বিজয়ী হলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে গত বৃহস্পতিবার হয়ে গেল এ সুন্দরী প্রতিযোগিতা। সুন্দরী প্রতিযোগিতাটি ছিল নানি-দাদিদের বয়সীদের নিয়ে। রীতিমতো জমকালো পোশাকে সুসজ্জিত হয়ে নানি-দাদিরা অংশ নেন মিস সিনিয়র আমেরিকা ২০১৭তে।
এবারই প্রথম নয়, ৩৯ বছর ধরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬০ থেকে ৯০ বছর বয়সী নারীরা অংশ নেন।
এ বছরের মিস সিনিয়র আমেরিকার খেতাব জিতে নেন ৭৩ বছর বয়স্ক নিউ জার্সির ক্যারোলিন স্লেড হার্ডেন। তার দুজন সন্তান, তিনজন পৌত্র ও একজন প্রপৌত্র আছে।
বিজয়ী হওয়ার পর ক্যারোলিন বলেন, এ বয়স হচ্ছে মার্জিত সৌন্দর্যের। এটি কেবল শুরু, শেষ না।
তিনি বলেন, সৌন্দর্য প্রদর্শনী বলতে লোকে মনে করে শারীরিক সৌন্দর্য। তবে এটি আসলে \’ভেতর থেকে আসা সৌন্দর্য\’।
সৌন্দর্যের রহস্য কী? কিভাবে এ প্রতিযোগিতায় বিজয়ী হলেন তিনি? এ প্রসঙ্গে বলেন, নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার ও সুস্থ জীবনযাপনেই তিনি এ বয়সেও সুন্দরী হতে পেরেছেন। সূত্র : ডেইলি মেইল
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে