জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় জুমার নামাজের পর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য জাতীয় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাতে আল্লাহর রহমত কামনা করেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ অনেকে অংশ নেন।
আজ (২৬ নভেম্বর) সারাদেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতারা এ কর্মসূচি পালন করছেন। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশেই মসজিদে মসজিদে দোয়া এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়েছে।
গত ১৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন ভর্তি রয়েছেন।