নিলামে উঠছে স্টিভ জবসের হাতে বানানো অ্যাপলের সেই কম্পিউটার

বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক। ৪৫ বছর আগে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের নিজের হাতে বানানো কম্পিউটার দিয়েই শুরু হয় এই অ্যাপলের যাত্রা। এবার সেই কম্পিউটারটিই নিলামে উঠছে। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আজ মঙ্গলবার আয়োজিত হবে নিলামের অনুষ্ঠান। সেখানে অ্যাপলের সেই কম্পিউটারের দাম উঠতে পারে ৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৪ কোটি টাকার বেশি।

এনডিটিভি জানায়, ৪৫ বছর আগে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে বানানো এই কম্পিউটার অ্যাপল-১ একদিক থেকে এখনকার ম্যাকবুকের ‘দাদার দাদা’। এ রকম প্রায় ২০০ কম্পিউটার সেই সময় বানিয়েছিলেন তারা। তার মধ্য থেকে একটি উঠতে চলেছে নিলামে।

এটি স্টিভের তৈরি বাকি কম্পিটারগুলো থেকে একটু বিশেষ। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরনো এই কম্পিউটার। এই কোয়া কাঠ খুবই মূল্যবান।

শুধুমাত্র হাওয়াই দ্বীপে পাওয়া যায় এই কাঠ। সেই কাঠের বাক্সের মধ্যে থাকা অ্যাপলের শুরুর দিনের এই কম্পিউটারের নিলাম নিয়ে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সংবাদ সূত্রঃ এনডিটিভি

Scroll to Top