অক্টোবরে মাসসেরা আসিফ পেছনে ফেলেছেন সাকিবকে

সাকিব আল হাসান হতে পারলেন না দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়। সাকিবকে ও ডেভিড উইজকে পেছনে ফেলে অক্টোবরের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান আসিফ আলী। আজ মঙ্গলবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে পুরুষ ও নারী ক্রিকেটের মাসসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে। আয়ারল্যান্ড অলরাউন্ডার লরা ডিলানি হয়েছেন মেয়েদের ক্রিকেটে মাসসেরা।

অক্টোবরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে তিন ম্যাচ খেলে মাত্র ৫২ রান করেন, কিন্তু স্ট্রাইক রেট ছিল ২৭৩.৬৮। নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দুর্দান্ত জয়ে ১২ বলে ২৭ রান করে শিরোনামে আসেন আসিফ।

শুধু ওখানেই থামেননি পাকিস্তানের ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওভারে যখন ২৪ রান দরকার জেতার জন্য, তখন ১৯তম ওভারে চার ছক্কা মারলেন। আসিফের এই অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচ জেতে পাকিস্তান।

আসিফের পারফরম্যান্স নিয়ে আইসিসি ভোটিং অ্যাকাডেমির সদস্য ইরফান পাঠান বলেছেন, ‘দলকে জয়ে সাহায্য করা, বিশেষ করে যখন হারের মুখে, এটাই আসিফকে বিশেষ করে তুলেছে। সেটা সে একবার নয়, দুইবার করে দেখিয়েছে। অন্য দুই মনোনীত খেলোয়াড়ের চেয়ে কম রান করলেও সে যে অবদান রেখেছে এবং যে চাপের পরিস্থিতি থেকে দলকে জিতিয়েছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

Scroll to Top