তাইওয়ানে ৬.৫ মাত্রার ভূমিকম্প

রবিবার দুপুর ১টা ১১ মিনিটে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, উত্তর-পূর্বাঞ্চলের ইলান কাউন্টিতে স্থানীয় সময় দুপুর ১টা ১১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৭ কিলোমিটার। রাজধানী তাইপেতে প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে কোনো ভয়াবহ ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান কাউন্ট্রিতে এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬৭ কিলোমিটার (৪২ মাইল) গভীরে। চলতি বছর এটি তাইওয়ানের সর্বোচ্চ মাত্রার ভূকম্পন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো।

তবে এ কম্পনের মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ইলান কাউন্টিতে বসবাসরত এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ‘বাড়ির দেয়ালগুলো উভয়পাশে ও উপর-নিচে কাঁপছিল, এটা বেশি শক্তিশালী অনুভূতি ছিল।’ কম্পনটি ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। তার আশেপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

Scroll to Top