২৫ বছরের ইতিহাসে শীর্ষ ৪০০ ধনীর তালিকায় নেই ট্রাম্পের নাম

ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের শীর্ষ ৪০০ ধনীর তালিকায়ও নেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, এক বছর আগে ট্রাম্পের যে সম্পদ ছিল এখনো সেই পরিমাণ সম্পদই আছে। বর্তমানে ট্রাম্পের সম্পদের পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার। তার সম্পদের পরিমাণ আরও ৪০ কোটি বেশি হলে এ তালিকায় স্থান হতো।

মার্কিন এই আবাসন ব্যবসায়ী গত বছর শীর্ষ ধনীদের তালিকায় ৩৩৯ নম্বরে ছিলেন। কিন্তু করোনার কারণে ট্রাম্পের আবাসন ব্যবসায় ধস নামায় প্রায় ৬০ কোটি ডলারের লোকসান হয়েছে। এ কারণেই ধনীদের ক্লাবে এবার স্থান হয়নি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।

ফোর্বসের প্রকাশিত তালিকায় শীর্ষ ধনীর অবস্থানটি দখল করেছেন জেফ বোজেস। দ্বিতীয়তে আছেন টেসলা ও স্পেসএক্সের মালিক এলোন মাস্ক। তার সম্পদের পরিমাণ ১৯০ বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয়তে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। চতুর্থ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। পঞ্চম স্থানে আছেন গুগলের স-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ।

Scroll to Top