ইমরান খানের অনুরোধ সত্ত্বেও নিউজিল্যান্ড অহেতুক সফর বাতিল করলো

নিউজিল্যান্ড ক্রিকেট দল একরকম বিনা উস্কানিতে, নিরাপত্তা অজুহাত দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছে। ম্যাচ শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে কিউয়িদের মাঠে নামতে হঠাৎ নিষেধ করা হয়। ফলে সিরিজ বাতিল করে ব্ল্যাকক্যাপস ব্রিগেড। ক্রিকেটপ্রেমিদের মতে, দৃশ্যত কোনোরূপ উস্কানি ছাড়াই অহেতুক সফরটি বাতিল করলো নিউজিল্যান্ড।

কিউয়ি ক্রিকেটাররা পাকিস্তান সফরে পা রাখার পর থেকেই নাকি নিউজিল্যান্ড সরকারের কাছে নিরাপত্তা হুমকি আসছিল।

এবিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে এই নিরাপত্তার বিষয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের সঙ্গে ব্যক্তিগতভাবে ফোন করে কথা বলেন। পিসিবির পক্ষ থেকে একটি বিবৃতিতেও বলা হয়েছে, আমরা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলাম। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাকে বলেছিলেন, বিশ্বের মধ্যে আমাদের ইন্টেলিজেন্স সিস্টেমও অন্যতম সেরা। ভিসিটার্স টিমের উপর নিরাপত্তা নিয়ে আশঙ্কা করার মতো কোনও থ্রেট নেই। কিন্তু বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক অধিনায়কের কথাও রাখলেন না জেসিন্ডা।

Scroll to Top