বোলারদের নৈপুণ্যেই ম্যাচ জিতেছে বাংলাদেশ : অধিনায়ক ম্যাথু ওয়েড

বাংলাদেশের সঙ্গে টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক জানিয়েছেন, দলের হারের জন্য তার কাছে কোন অজুহাত নেই। বোলারদের নৈপুণ্যেই ম্যাচ জিতেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, আমরা জানতাম, আমাদের প্রচুর স্পিন বল খেলতে হবে। যদি আমাদের বোলাররা ১৩০ রানের মধ্যে আটকে রাখে তাহলে যে কোনোভাবেই আমরা জিতব। এ পরাজয়ের জন্য আমি কোনো অজুহাত দেব না।

ম্যাথু ওয়েড আরও বলেন, অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। আমাদের জন্য যেকোনো দলের বিরুদ্ধে ১৩০ রান চেজ করা কোনো ব্যাপার না। কিন্তু ১০ রানে ৩ উইকেট পড়ার পর আমাদের যে ধরনের ক্রিকেট খেলার প্রয়োজন ছিল তাই খেলেছে মিচেল মার্শ। আমিও চেষ্টা করেছি। কিন্তু ১০০ রান পার করাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

Scroll to Top