কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ \’এ\’ দল ও আয়ারল্যান্ড \’এ\’ দলের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু সারারাত বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার সিরিজের তৃতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে বৃষ্টির কারণে মঙ্গলবার প্রথম ম্যাচটিও বাতিল করা হয়েছিল। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। ফলে সাগর তীরবর্তী কক্সবাজার শহরের শেখ কামাল স্টেডিয়ামে যে ম্যাচ আয়োজন করা অসম্ভব ব্যাপার হবে তা সহজেই অনুমান করা যায়। হলোও তাই। সকাল সোয়া ৯টায় দিকে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেটি মাঠে গড়ানোর পর বৃষ্টির কারণে বাতিল করা হয়। দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি বাগড়া দেয়নি। ম্যাচটি ৩ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে সোমবার, একই ভেন্যুতে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল পিকে