ফাইনালেও জেসুসকে পাবে না ব্রাজিল

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল চিলিকে ১-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচে ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। লাল কার্ডের কারণে তিনি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। তাইতো জেসুসকে সেমিফাইনালের পর টুর্নামেন্টের ফাইনালেও পাবে না ব্রাজিল।

এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল জানিয়েছে, জেসুসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পেরুর বিপক্ষে সেমিফাইনালে জেসুস ছিলেন না। তার পরিবর্তে মূল একাদশে সুযোগ পান উইঙ্গার এভারটন। আগামী ১১ জুলাই মারাকানায় আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলতে পারবেন না জেসুস।

চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই এগেনিও মেনাকে মারাত্মক ফাউল করার কারণে লাল কার্ড দেখতে হয়েছিল জেসুসকে। যদিও পুরো ঘটনার জন্য ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেছেন তিনি। কনমেবল নিষেধাজ্ঞার পাশাপাশি জেসুসকে দিয়েছে অর্থদণ্ডও। এই শাস্তির বিপক্ষে ব্রাজিল কোনো আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে।

দুই বছর আগে কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলের জয়ে জেসুসের বড় অবদান ছিল। তিনি নিজে একটি গোল করেছিলেন, আরেকটি গোলে অ্যাসিস্ট করেছিলেন। কোচ তিতের অধীনে জেসুস দুই বার লাল কার্ড পেলেন।

Scroll to Top