স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম প্রশ্ন তুলে বলেছেন যে, দশ বছর পর পর কেন কর্ণফুলী নদীতে ড্রেজিং হয় না।
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল দূষণ রোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এ প্রশ্ন রাখেন সংশ্লিষ্টদের কাছে।
আজ শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, কর্ণফুলী নদী এখন ড্রেজিং করাও সম্ভব হচ্ছে না। নদীর পাড়ে শিল্পকারখানা গড়ে ওঠায় এ সমস্যার সৃষ্টি।
নদীর পাড়ের ভূমি বন্দর কেন শিল্প-কারখানাকে লিজ দিচ্ছে তা জানতে চান মন্ত্রী। এছাড়াও চট্টগ্রামের চলমান প্রকল্প নিয়ে তিনি বলেন, এমন কোনও অবকাঠামো তৈরি করা যাবে না যাতে সুফলের চেয়ে কুফল বেশি হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্নেল শাহ্ আলী প্রমুখ।