প্রতিশ্রুতি ভেঙেছেন বাইডেন : জর্জ ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আয়োজিত তার বৈঠক বয়কট করেছেন যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড। তিনি বলেছেন, \”জর্জের মৃত্যু বার্ষিকীতে পুলিশ সংস্কার আইন কার্যকরে বিল পাস করার যে প্রতিশ্রুতি বাইডেন দিয়েছিলেন, তা তিনি ভঙ্গ করেছেন।\”

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ব্রিজেট মিনেসোটার মিনিয়াপলিসে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন। সেখানে ব্রিজেট জানান, তার পরিবার ও অন্যান্য সদস্যরা বাইডেনকে বিলটি পাসে সহায়তা করতে চেয়েছিলেন। এ নিয়ে হোয়াইট হাউজের সঙ্গে তারা ‘লবিং’ করেছিলেন।

বর্তমানে ক্যাপিটল হিলে জর্জ ফ্লয়েড জাস্টিস ইন পুলিশিং আইনটি স্থগিত রয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জর্জ ফ্লয়েডের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মিনেয়াপোলিসের রাস্তায় গত বছর আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মার্কিন আদালত। ফ্লয়েডকে গ্রেফতারের সময় তার গলার উপর ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু গেড়ে বসে ছিলেন ৪৫ বছর বয়সী পুলিশ অফিসার ডেরেক চৌভিন। গত ২৫ জুন রায় হওয়া মামলার সাজায় চৌভিন ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে পারেন।

ফ্লয়েড হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট বাইডেন পুলিশ সংস্কার আইন স্বাক্ষরের জন্য একটি সময়সীমা নির্ধারণ করেন। যা গতকাল মঙ্গলবার পাস হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হয়নি।

এদিকে, প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ শেষে জর্জের ভাই ফিলোনিজ সাংবাদিকদের বলেছিলেন, \”আপনি যদি টেকো মাথার ঈগল পাখি রক্ষার জন্য ফেডেরাল আইন তৈরি করতে পারেন, তবে বিভিন্ন বর্ণের মানুষের জন্যও এই আইন তৈরি করতে পারেন।\”

ওভাল অফিসে পুলিশ সংস্কার আইন বিষয়ক এক বৈঠকের পর জর্জের আরেক ভাই টেরেন্স বলেছিলেন, এটি ছিল অত্যন্ত ফলপ্রসূ কথোপকথন।

এদিকে, মিনিয়াপোলিস পার্কে অয়োজিত ‘সেলিব্রেশন অব লাইফ’ অনুষ্ঠানে ব্রিজেট ফ্লয়েড তার ওয়াশিংটনে না যাওয়ার ব্যাপারে মুখ খুলেছেন। তিনি বলেন, \”আমি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম পুলিশ সংস্কার আইন বিষয়টি বিলে বাইডেনের সই দেখার জন্য। কিন্তু তিনি বিলটিতে স্বাক্ষর করেননি। বাইডেন তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।\” বাইডেনকে উদ্দেশ করে ব্রিজেট বলেন, ‘আপনি আপনার জনগণের ধারাবাহিকতা রক্ষা করুন।’

এর আগে ফ্লয়েড পরিবারের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট বাইডেন পুলিশ সংস্কার আইন সমর্থণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি একটি বিবৃতিও দেন। তিনি সে সময় বলেছিলেন, \”বর্ণবাদ আমাদের মধ্যে নৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং এটিই এখন বাস্তবতা। তবে আমাদের এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হবে। সর্বোপরি, একজন আমেরিকান হিসেবে আমাদের নৈতিকতা জয় করতে হবে। সেটি অবশ্যই আমাদের তৈরি করে নিতে হবে।\”

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের কারণে ফেডারেল আদালতের গ্র্যান্ড জুরি চারজন প্রাক্তন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করেছিলেন। তারা হলেন- ডেরেক চৌভিন, আলেকজান্ডার কেওং, টমাস লেন এবং তৌ থাও। এদের মধ্যে চৌভিনের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ড ও জর্জের নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়। অবশ্য, চৌভিনের আইনজীবীরা প্রসিকিউটর এবং জুরি উভয়কেই দুর্ব্যবহারের অভিযোগ এনে নতুন বিচারের আবেদন করেছেন।

সংবাদ সূত্রঃ বিবিসি

Scroll to Top