করোনা: ৪০ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ভারত প্রায় ৪০ দিন পর ২ লাখের নিচে দৈনিক আক্রান্ত দেখল। কমেছে মৃত্যুর সংখ্যাও।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণায়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটি সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে।

একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে যা আগের দিন ছিল ৪ হাজার ৪৫৪ জন। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনের।

আনন্দবাজার জানায়, প্রায় ৪০ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে নামল। ১৪ এপ্রিল সংক্রমিত হয়েছিলেন ১ লাখ ৮৪ হাজার। ১৫ এপ্রিল প্রথমবার তা দুই লাখের গণ্ডি স্পর্শ করে।

এরপর বাড়তে বাড়তে ৪ লাখ ছাড়িয়ে যায় দৈনিক আক্রান্ত। এমনকি দৈনিক সর্বোচ্চ আক্রান্তে রেকর্ড গড়ে ভারত।

সংক্রমণের ভয়াবহতায় ভেঙে পড়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির চিকিৎসা ব্যবস্থা। দেশটিতে করোনার সংক্রমণের ব্যাপকতার জন্য কুম্ভ মেলার মতো ধর্মীয় গণজমায়েত এবং নির্বাচনী প্রচারণাকে দায়ী করা হচ্ছে।

Scroll to Top