রাজধানীতে ১০০ জনের মধ্যে ৯৫ জন শিশু পরোক্ষ ধূমপানের শিকার

যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে প্রকাশিত নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ সাময়িকীর এক প্রবন্ধে প্রমাণ মিলেছে যে, ধূমপানে শিশুদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়। \”প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পরোক্ষ ধূমপানের শিকার: ঢাকা, বাংলাদেশে একটি জরিপ\” শীর্ষক প্রবন্ধে এমন চিত্র ফুটে উঠেছে।

এতে বলা হয়, শুধু রাজধানী ঢাকাতেই প্রতি ১০০ জনের মধ্যে ৯৫ জন শিশু পরোক্ষ ধূমপানের শিকার। জরিপে অংশ নেওয়া ৪৭৯ জন শিশুর মধ্যে ৪৫৩ শিশুর লালায় নিকোটিন পাওয়া গেছে। শিশু স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন তথ্য নিঃসন্দেহে উদ্বেগজনক।

ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক নুরুন নাহার জানান, \”প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের কারণে মায়ের শরীর থেকে নবজাতক শিশুর শরীরেও নিকোটিনের প্রভাবে নানান রোগে আক্রান্ত হবার ঝুঁকি রয়েই যায়। নিকোটিনের প্রভাব শিশুদের শরীরে ভীষণ ক্ষতিকর প্রভাব ফেলে, নানান শারীরিক জটিলতায় আক্রান্ত হয় ছোট শরীর। আর একইসঙ্গে বড়দের দেখে অল্প বয়সেই নিজেরাই ধূমপানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, যা আরো বেশি ভয়ংকর।\”

সম্প্রতি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘তামাকজনিত ব্যাধি ও অকালমৃত্যুর কারণে ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতির মুখে বাংলাদেশ’ শীর্ষক যৌথ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ১৫ বছর বা তার কম বয়সী ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি শিশু তামাকজনিত রোগে ভুগছে। এদের ৬১ হাজারেরও বেশি (১৪ শতাংশ) শিশু বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। তামাক ব্যবহার এবং পরোক্ষ ধূমপানের কারণে বছরে মারা যাচ্ছে ১ লাখ ২৫ হাজার ৭১৮ জন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) ২০০৫ এর সংশোধিত আইন ২০১৩ অনুযায়ী জনপরিসর ও গণপরিবহনে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। এমনকি ধূমপান করলে নগদ অর্থ জরিমানারও বিধান রাখা হয়েছে আইনে।

Scroll to Top