মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। শূন্য রানে বিদায় নিয়েছেন ওপেনার লিটন দাস। এরপর ব্যাট হাতে হতাশ করেছেন সাকিব আল হাসানও। তবে ব্যাট হাতে দলকে সামলে নিয়েছেন তামিম, তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। যদিও নিজের ইনিংসটি বড় করতে পারেননি টাইগার অধিনায়ক।
এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই দুশমন্থ চামিরার বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন। এরপর ধীরেগতিতে রানের চাকা সচল রাখেন সাকিব-তামিম জুটি। তবে দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়ার পর সাজঘরে ফিরলেন সাকিব। তিনে ব্যাটিংয়ে নামা সাকিব আলগা শটে উইকেট উপহার দিলেন। অফস্পিনার গুনাথিলাকার বল ডাউন দা উইকেটে এসে উড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৩৪ বলে ১৫ রান করা সাকিব। দারুণ এক কভার ড্রাইভে বাউন্ডারি মেরে রানের খাতা খুললেও সাকিব আজ ইনিংস বড় করতে পারেননি।
যদিও ব্যাট হাতে শুরু থেকেই দারুণ তামিম ইকবাল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩২তম ফিফটি। মাত্র ৬৬ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৫০ পূর্ণ করেন দেশসেরা ওপেনার। তবে বেশিদূর এগোতে পারলেন না। ফিফটির পর মাত্র ২ রান যোগ করে ধনাঞ্জয়া ডি সিল্ভার বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন সাজঘরে।
বাংলাদেশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।