প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় যশ সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেছেন যে, আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।
রবিবার সকালে গণভবন থেকে ১৭৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অন্যান্য দুর্যোগের বিষয়েও সর্তক থাকতে দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
কিছুটা কষ্ট হলেও করোনা মোকাবিলায় সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা টিকা নিয়েছেন তাদেরও বিধিনিষেধ মেনে চলতে হবে।