প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকা; মৃতের সংখ্যা ছাড়ালো ১০ লাখ

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটাবিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ মিলিয়ন তথা ১০ লাখ ছাড়িয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ব্রাজিলের সাও পাওলোতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর শুক্রবার পর্যন্ত দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল মিলিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বর্তমানে এই সংখ্যা ১০ লাখ ১ হাজার ৪০০। যা বিশ্বের মোট মৃত্যুর ৩০ শতাংশ। আর এই অঞ্চলের দেশগুলোতে মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৫ লাখ মানুষ।

অবশ্য লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের মোট মৃত্যুর ৯০ শতাংশই ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা ও পেরুর। এই পাঁচ দেশেই মারা গেছে ৮ লাখ ৯৫ হাজার ৩২ জন।

Scroll to Top