ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগ স্প্যানিশ লা লিগায় আজ হবে চলতি মৌসুমে শিরোপার মীমাংসা। রাজধানী শহরের দুই দল অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ উভয়েরই রয়েছে শিরোপা জয়ের সম্ভাবনা। টেবিলের শীর্ষ দল অ্যাতলেটিকো খেলবে রিয়াল ভায়াদোলিদের মাঠে, আর রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। আগেই শিরোপার রেস থেকে ছিটকে পড়া বার্সেলোনা আজ নিয়ম রক্ষার ম্যাচ খেলবে আইবারের মাঠে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
৩৭ রাউন্ড শেষে ৮৩ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ টেবিলের শীর্ষে অবস্থান করে শিরোপার সুবাস পাচ্ছে। অবশ্য অ্যাতলেটিকোর কোনো ভুলের সুযোগ নিতে তৈরি রিয়াল মাদ্রিদ, যারা সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। আজ শেষ দিন ঘটতে পারে চরম নাটকীয় কিছু। তবে সেক্ষেত্রে অ্যাতলেটিকোর হার কিংবা ড্রয়ের অপেক্ষা করতে হবে রিয়ালকে এবং নিজেদেরও জিততে হবে। অ্যাতলেটিকো হারলে তো কথাই নেই, দলটি ড্র করলেও রিয়াল জিতে চ্যাম্পিয়ন হতে পারে। হেড টু হেড লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট সমান হলে রিয়ালই চ্যাম্পিয়ন হবে। কিন্তু অ্যাতলেটিকো জিতে গেলে কোনো সমীকরণ ছাড়াই শিরোপা নিশ্চিত করবে।
অ্যাতলেটিকোর কাজটি কঠিন করে তুলতে পারে ভায়াদোলিদ। কারণ লা লিগায় টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ নম্বরে থাকা ভায়াদোলিদের। তাই এ দলও মরণ কামড় দিতে পারে বলে সতর্ক থাকছেন অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা অনুশীলনে কাজ করছি আর ভায়াদোলিদ ম্যাচের ওপর পুরোপুরি মনোযোগ দেয়ার চেষ্টা করছি। তারা এ ম্যাচ থেকে ফল বের করতে চাইবে, আর আমরাও ম্যাচটি এমনভাবে খেলব যাতে তাদের আঘাত করতে পারি। তাদের প্রয়োজনটা আমাদের চেয়ে ভিন্ন হলেও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দুটি দলই এ ম্যাচে নিজেদের নিংড়ে দেবে।
এদিকে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ান মিডফিল্ডার এডেন হ্যাজার্ডকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। তার সামান্য চোট রয়েছে বলে ঝুঁকি নেবেন না কোচ জিনেদিন জিদান। ফরাসি কোচ বলেন, তার খানিকটা সমস্যা রয়েছে। এটা খুব বেশি না হলেও আমরা ঝুঁকি নিতে চাই না।
জিদানের জন্য স্বস্তির খবর, ফিরছেন অধিনায়ক সার্জিও রামোস। যদিও এই ডিফেন্ডার মূল একাদশে থাকবেন কিনা তা নিশ্চিত করেননি জিদান।