দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটারের করোনা পজেটিভ

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং ক্রিকেট দলের ৫জন সদস্যের করোনা পজেটিভ। গতকাল সোমবার দুপুরে সিলেট থেকে আসার পথে, ওসমানী মেডিকেলে দেয়া নমুনা পর্যবেক্ষণের পর এ ফলাফল এসেছে বলে নিশ্চিত করেছেন বিসিবি\’র নারী উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। আক্রান্ত সদস্যরা হলেন- লিয়া জোনস, সিনালো জাফটা, বেনেতি, রবেইন সিয়ারলে এবং দলীয় ম্যানেজার মাতসিপি মারসিয়া লেটসালো।

তবে দলের বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং ক্রিকেট দলের ১৭জন সদস্যকে নিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গেছে বহরটি। রাজধানীর একটি হোটেলে বাকি ৫জন আপাতত আইসোলেশনে আছেন। সেখানে বিসিবির তত্বাবধানে তাদের চিকিৎসা চলবে। ওসমানি মেডিকেলে করা টেস্টে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সবার রেজাল্ট নেগেটিভ বলে নিশ্চিত করেছে বিসিবি।

উল্লেখ্য, এর আগে সিরিজ শেষে সিলেট থেকে ঢাকায় ফিরে দুই দল। দেশজুড়ে করোনাভাইরাসের পরিস্থিতির অবনতির কারণে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। আর এই সময়ে সব ধরণের ফ্লাইটও বন্ধ থাকবে। সে কারণেই সিরিজের শেষ ম্যাচটি স্থগিত করা হয়।

Scroll to Top