ইউরোপের দেশ ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এপ্রিল মাস জুড়ে দোকানপাট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার থালা-বাটি পিটিয়ে ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নেন তারা।
ইতালির বিভিন্ন শহরের ব্যবসায়ীরা রেড আর অরেঞ্জ জোনের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বেশ কিছুদিন ধরেই রাজধানী রোমসহ অন্যান্য নগরীতে সরকারি বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ করে আসছেন তারা। রাজপথে নেমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। তবে গতকাল শনিবার থালা-বাটি নিয়ে এক ব্যতিক্রমী বিক্ষোভে অংশ নিতে দেখা যায় তাদেরকে। এ সময় অবিলম্বে সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিও জানান তারা।
এদিকে, ইতালি জুড়ে সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই আগামীকাল সোমবার থেকে খুলে দেয়া হচ্ছে স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও এর বিরোধিতা করছেন স্থানীয়রা।
ইতালির লাৎসিও বিভাগের স্বাস্থ্য সচিব জানিয়েছেন, আগামী গ্রীষ্মের মধ্যে অঞ্চলটির ৮০ ভাগ নাগরিককে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে।
এছাড়াও তিনি জানান, আগামী ১৯ এপ্রিল থেকে বহুল প্রত্যাশিত জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন প্রদান শুরু হবে।