করোনায় আক্রান্ত হলেন লালনশিল্পী ফরিদা পারভীন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খ্যাতিমান লালনশিল্পী ফরিদা পারভীন। গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী।

এতে তিনি বলেন, আমার আম্মা কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করালে পরদিন রিপোর্টে পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্ত্বাবধানে বাসাতেই আম্মার চিকিৎসা চলছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। মাঝে মাঝে কম বেশি হচ্ছে। এছাড়া আর কোনো শারীরিক সমস্যা নেই। সবাই আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। শিশুদের লালনসঙ্গীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি।

Scroll to Top