সাভারে বাড়ির মালিকের ছেলেকে খুন করে পালালেন ভাড়াটিয়া

মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে সাভারের আশুলিয়ায় বাসার মালিকের ছেলে শিশুকে খুন করে পালিয়েছে এক ভাড়াটিয়া। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।

গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকায় কালাম মাদবরের বাড়ি থেকে রাজার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় ওই শিশুকে অপহরণের কথা বলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অভিযুক্ত ভাড়াটিয়া আরিফুল ইসলাম। নিহত রাজা (১০) আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের চৌরাস্তা এলাকায় কালাম মাদবরের ছেলে। রাজা হলিক্রিসেন্ট স্কুলের শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন- পাবনার সুজানগর থানার ভাতশালা গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ও তার স্ত্রী লিজা (২২)। তারা এক মাস আগে এই বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে পাশের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

এতে স্থানীয়রা জানায়, সন্ধ্যায় চা খাওয়ার কথা বলে আরিফুল রাজাকে ডেকে নিয়ে যায়। এর পরে রাজাকে হত্যা করে তার মরদেহ বস্তাবন্দী করে বারান্দায় রেখে বাসা থেকে বের হয়ে যায় অভিযুক্ত আরিফুল ইসলাম। কিছুক্ষণ পরে রাজার বাবাকে ফোন করে ৫০ লাখ টাকা নিয়ে উত্তরায় যেতে বলেন তিনি।

এদিকে নিহত রাজার বাবা বলেন, সন্ধ্যা থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি আরিফ চা খাওয়ার জন্য রাজাকে নিয়ে গেছে। এর পরে তার স্ত্রী লিজা স্বীকার করে রাজার বস্তাবন্দী মরদেহ বারান্দায় রাখা আছে। রাজার মুখের ভেতরে পুরোনো সাদা কাপড় ছিল। জুতার ফিতা দিয়ে পা ও গলা বাঁধা ছিল।

এই ঘটনার প্রসঙ্গে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করি। একই সাথে অভিযুক্ত আরিফের স্ত্রী লিজাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Scroll to Top