আইপিএলে খেলতে সাকিব আল হাসানকে আগেই ছাড়পত্র দিয়েছে বিসিবি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ইতোমধ্যে ভারতে পৌঁছে গেছেন সাকিব। সাকিবের পর এবার আইপিএল খেলতে ছাড়পত্র (এনওসি) পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মুস্তাফিজকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পরিকল্পনার বাইরে রাখা হয়েছে। নান্নু বলেন, \’মুস্তাফিজকে এনওসি দেয়া হয়েছে। সে শ্রীলঙ্কা সিরিজে আমাদের পরিকল্পনায় নেই।\’
আইপিএলের নিলাম থেকে রাজস্থান রয়্যালস এক কোটি রুপি ভিত্তি মূল্যে মুস্তাফিজকে দলে নেয়। এই ফ্রাঞ্চাইজির হয়ে এবারই প্রথম খেলবেন তিনি। এর আগে মুম্বাই ইন্ডিয়ানস এবং সানরাইজার্স হায়দরাবের হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, এবারের আইপিএলের পর্দা উঠবে ৯ এপ্রিল। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১১ এপ্রিল সাকিবের কলকাতা প্রথম ম্যাচে মাঠে নামবে হায়দরাবাদের বিপক্ষে। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুস্তাফিজের রাজস্থান।