হেফাজত ইসলামের হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে চলছে দেশে নানা অস্থিরতা। হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানী ঢাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম দেখা গেছে রাস্তায়।

আজ রবিবার (২৮ মার্চ) রাজধানীর পল্টন, শাহবাগ, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, শুক্রাবাদ, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

এসব এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়তে থাকে যানবাহন। তবে, অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম।

এদিকে নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। তবে, এসব এলাকায় কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।

অন্যদিকে, সকাল থেকে এসব এলাকায় প্রাইভেটকারের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম চলতে দেখা গেছে।

Scroll to Top