দেশের অধিকাংশ নদ-নদীর পানি ৬৯ পয়েন্টে কমতে শুরু করেছে। তবে এখনও ২২ পয়েন্টে পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের বিভিন্ন নদ-নদীর ৬৯টি পয়েন্টের পানি কমেছে এবং ১৯টিতে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২২টি পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতলে হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে হ্রাস আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯ পর্যন্ত যমুনা নদীর পানি ১৬ সেন্টিমিটার কমে ২৩, সিরাজগঞ্জ যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার কমে ৩৯, বাঘাবাড়ি আত্রাই নদীর পানি ১২ সেন্টিমিটার কমে ৬১, এলাসিন ধলেশ্বর নদীর পানি ১১ সেন্টিমিটার কমে ৬২ এবং গোয়ালন্দে পদ্মা নদীর পানি ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস