গতকাল রবিবার রাত ১০টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় রাইজিং ট্রান্সপোর্টের মায়ের দোয়া নামক একটি কাভার্ডভ্যানের ধাক্কায় আয়নাল হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আয়নাল হোসেন কাজিপাড়া গ্রামের মৃত শরমত আলীর তৃতীয় পুত্র বলে নিশ্চিত করেছেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান।
এতে পুলিশ ও এলাকাবাসী জানান, নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী রাইজিং ট্রান্সপোর্টের মায়ের দোয়া নামক কাভার্ডভ্যানটি পাটেশ্বরী বাজার এলাকায় পথচারী আয়নাল হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এলাকাবাসী গাড়িটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।