বাংলাদেশ সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানিয়েছেন যে, দুই বছরের মধ্য বড় ধরনের পরিবর্তন পুঁজিবাজারে দেখতে পারবেন।
শনিবার (১৩ মার্চ) দুপুরে ইআরএফ মিলনায়তনে ‘ডায়ালগ অন বিজনেস অ্যান্ড ইকোনমি’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
ডায়ালগটির আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
ইআরএফ সভাপতি শারমিন রিনভীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।