জিনস পরে রাস্তায় মালালা, সমালোচনার ঝড়!

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের উত্থান হয়েছিল রূপকথার মতো। ছোট্ট একটা মেয়ের ব্লগেই সারা পৃথিবী জেনেছিল তালেবানের সন্ত্রাসের নির্মম রুপ। সে কথা ফাঁস করে গুলি খেতে হয়েছিল তাকে। তবে শান্তি ও বাক স্বাধীনতার জন্য যে লড়াই তিনি করেছিলেন তার স্বীকৃতি দেয় নোবেল কমিটি।

তবে তাকে নিয়ে বিতর্কও কম নয়। সম্প্রতি সে বিতর্ক আবার উসকে দিল একটি ছবি, যে ছবিটিকে মালালার ছবি বলেই মনে করা হচ্ছে। আর জিনস পরা পোশাকের মালালাকে দেখে তোলপাড় নেটদুনিয়া। মালালার সাহস, লড়াই, বাক স্বাধীনতার পক্ষে লড়াই এবং সর্বোপরি শান্তির বার্তা নোবেলের স্বীকৃতি পেয়েছিল। তার বই গোটা দুনিয়ায় বেস্টসেলার। এক কিশোরী সাহসিনীর লড়াই তথা বলিষ্ঠ মতামত যেভাবে মালালা দুই মলাটে বন্দি করেছিলেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস।

সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে জিনস-টপ পরে দেখা যাচ্ছে মালালাকে। যদিও এ ছবি মালালার কিনা তা এখনই নিশ্চিত নয়। তবে নিশ্চিতকরণের আগেই ছবি ঘিরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। মূলত এক পাকিস্তানি ফেসবুক গ্রুপে এ ছবি ছড়াতে থাকে। সেখানে বলা হয়, মালালা ধর্মবিরোধী কাজ করেছেন। জিনস পরে মালালা ইসলামকে অপমান করেছেন। এমনকী দ্বিচারিতা করছেন ও আদৌ মালাল ইসলাম ধর্মাবলম্বী কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে।

নীতিপুলিশের এই বাড়াবাড়ি দেখে এগিয়ে আসেন বহু নেটিজেন। তাদের প্রশ্ন, এক কিশোরী, যিনি আবার বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তিনি যদি পশ্চিমা পোশাক পরেই থাকেন, তবে তাতে আপত্তি কোথায়? মালালাকে যে ধরনের পোশাকে দেখতে সকলে অভ্যস্ত এ ছবি তার থেকে নিঃসন্দেহে আলাদা। কিন্তু গোটা বিশ্বে বহু যুবতীই জিনস পরেন। মালালা পরলে আপত্তি কোথায়?

বরং পশ্চিমী পোশাক পরেও যেভাবে তিনি স্কার্ফে মাথা ঢেকে রেখেছেন, তা ইসলামের প্রতি তার আনুগত্যের প্রতীক বলেই মনে করছেন অনেকে। যদিও মালালার থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। আপাতত তাঁকে ঘিরেই মন্তব্য-পালটা মন্তব্যে সরগরম নেটদুনিয়া।

বাংলাদেশ সময়:১১১৫ ঘণ্টা, ১৭ অক্টোবর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top