জয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলো জুভেন্টাস

জয় পেয়েও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলো জুভেন্টাস। শেষ ষোলোর দ্বিতীয় লেগে জুভেরা ৩-২ গোলের জয় পেলেও প্রথম লেগে ২-১ এর জয় থাকায় ঘরের মাঠে কম গোল খাওয়ার সুবাদে পরের পর্বে চলে গেলো পোর্তো।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে গোল পেতে মারিয়া ছিল জুভেন্টাস। কিন্তু উল্টো পেনাল্টি থেকে ১৯ মিনিটে পর্তুগিজ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন সার্জিও অলিভেরা।

ম্যাচের ৪৯তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর অ্যাসিস্ট থেকে জুভেন্টাসকে সমতায় ফেরান ফেডরিকো কিয়েসা। এছাড়া ম্যাচের ৬৩তম মিনিটে কিয়েসা নিজের দ্বিতীয় গোল করলে ২-১ এর লিড পায় ইতালির চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় দুই লেগ মিলে স্কোর দাঁড়ায় ৩-৩। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১১৫তম মিনিটে সার্জিও অলিভেরা দুর্দান্ত ফ্রি কিকে গোল পায় পোর্তো। দুই মিনিট পর মিডফিল্ডার রেবিও গোল করেন জুভেদের হয়ে। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৪-৪ স্কোর লাইনে ম্যাচ শেষ হলে, ঘরের মাঠে কম গোল খাওয়ায় কোয়ার্টার ফাইনালে পৌঁছায় পোর্তো।

Scroll to Top