পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে জিজ্ঞাসাবাদ করবে। ডিভোর্স দেওয়ার পরও তামিমা তার পাসপোর্টে প্রাক্তন স্বামী রাকিব হাসানের নাম ব্যবহার করায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজেতেই তাম্মিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি তামিমা সংবাদ সম্মেলনে তালাকের যে কাগজ দেখান তাতে দেখা যায়, তিনি ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাকিব হাসানকে ‘স্ত্রী কর্তৃক তালাক নোটিস’ দিয়েছেন। কিন্তু পুলিশ বলছে, ২০১৮ সালের পাসপোর্ট আবেদনে স্বামী হিসেবে রাকিব হাসানের নামই উল্লেখ করেন তামিমা। উল্লেখ্য যে, ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে তামিমা পাসপোর্ট নবায়নের আবেদন করেন। আবেদনে তিনি ব্যক্তিগত তথ্যের স্থানে স্বামী হিসেবে রাকিব হাসানের নাম লিখেছেন। এমনকি পাসপোর্টের আবেদনে জরুরি যোগাযোগের জন্য তিনি রাকিবের নাম এবং মোবাইল নম্বরও যুক্ত করেন। ২০১৮ সালের ১১ মার্চ তামিমাকে পাসপোর্ট দেওয়া হয়। যার মেয়াদ রয়েছে ২০২৩ সালের ৩ মার্চ পর্যন্ত। স্বামী হিসেবে রাকিবের নাম পাসপোর্টে উল্লেখ প্রসঙ্গে জানতে চাইলে নাসির-তামিমার আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার গণমাধ্যমকে বলেন, \”তামিমার পাসপোর্টে তথ্যের যে গরমিলের কথা বলা হচ্ছে তা এখনো আমি দেখিনি। এটা দেখার পর মন্তব্য করতে পারব। একই সঙ্গে আদালতকেও জানাতে পারব।\”