রংপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় জামান নামের একটি মার্কেটের বড় অংশ পুড়ে গেছে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে। এতে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়ায় আশপাশের দোকানে। আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে পুরোপুরি। ক্ষতি হয়েছে আরও প্রায় ১০টি দোকানের।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি এখনও।