হেলিকপ্টারে করে ত্রাণ নিয়ে বন্যা দুর্গতদের পাশে অনন্ত জলিল!

বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিতে কুড়িগ্রাম পৌঁছেছেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তিনি হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান। সেখানে তিনটি ইউনিয়নের বন্যা কবলিত প্রায় ২৪’শ পরিবারকে ত্রাণ সহায়তা দেবেন অনন্ত। বিষয়টি নিশ্চিত করেন থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

তিনি জানান, অনন্ত জলিল চিলমারীর তিনটি ইউনিয়নের ২৪’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এরমধ্যে থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবারকে ত্রাণ বিতরণ করবেন। এছাড়াও রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেবেন অনন্ত জলিল।

চিলমারীর হেলিপ্যাডে অবতরণ করার পর অনন্ত জলিল বলেন, ‘বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে আমি এসেছি। এটা কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার।’ সমাজের সামর্থবানদের উদ্দেশে জলিল বললেন, ‘আমি সমাজের সামর্থবানদের বলবো, যার যতটুকু সামর্থ আছে তারা যেন ততটুকু নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়‌ান, তাদের সাহায্য করুন।’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top