ব্রাজিলিয়ান লিজেন্ড রবার্তো কার্লোসকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুলব্যাক বলা হয়। তার শটের গতি এখনো দর্শকদের স্মৃতি জাগায়। কিন্তু ৪৪ বছর বয়সে এসে তার নামের পাশে কালি পড়লো। সন্তানের ভরণপোষণের খরচ না দেয়ার দায়ে তিন মাসের কারাদণ্ড হলো এই তারকা ফুটবলারের। ব্রাজিলের রিও ডি জেনিরোর আদালত তাকে এই শাস্তি দিয়েছে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য কার্লোস এখন বসবাস করেন স্পেনে। ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের বিশেষ দূত হিসে কাজ করেন।
রবার্তো কার্লোস ৯ সন্তানের জনক। বিভিন্ন সময় একাধিক নারীর সঙ্গে বসবাস করেছেন। তার বর্তমান স্ত্রী মারিয়ানা লুসোন। এই স্ত্রীর গর্ভে কয়েকদিন আগে নবম সন্তানের জনক হয়েছেন তিনি। তবে এর আগে তার সম্পর্ক ছিল বারবারা থারলার নামের এক নারীর সঙ্গে। তার ঘরে কার্লোসের দুই সন্তান রয়েছে। কিন্তু ওই সন্তানদের ভরণপোষণ দেন না বলে ব্রাজিলের একটি আদালতে মামলা করেন বারবারা।
তার দাবি অনুযায়ী সন্তান লালন পালন সংক্রান্ত কাজে কার্লোসের কাছে ৬১ হাজার ব্রাজিলিয়ান রিয়াল পান তিনি। রিও ডি জেনিরোর বিচার বিভাগ সেই মামলার রায় দিয়েছে। সন্তানের ভরণপোষণ না দেয়ার দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সন্তানের ভরণপোষণ না দেয়ার পেছনে নিজের অর্থনৈতিক দুরবস্থার কথা আদালতে জানান তিনি। এমন কি এই পরিমাণ অর্থ বারবারাকে কিস্তিতে শোধ করবেন বলে জানান তিনি। কিন্তু বারবারা ও তার পরিবার এটা মানেনি। তবে আদালতের বিচারিক প্রক্রিয়ায় কার্লোসের কারাদণ্ড ভোগ না করার উপায় আছে।
১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ১২৫ ম্যাচে ১১ গোল করেছেন কার্লোস। এছাড়া ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ