টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে কিছুক্ষণ পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। পাল্লেকেলেতে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। ভারতের কাছে টেস্ট সিরিজে কোনো পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। খুব সহজেই ৩-০ তে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।

এরইমধ্যে হয়ে গেছে টস। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৭ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ৪১ রান। টেস্টের পর ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করে ভারত। ৯ উইকেটের বড় ব্যবধানে প্রথম ওয়ানডে ম্যাচে জয় পায় বিরাট কোহলির দল। শক্তি আর পসিংখ্যানেও শ্রীলঙ্কার চেয়ে অনেকটা এগিয়ে ভারত।

এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ৮৪ জয়ের বিপরীতে ভারতের পরাজয় ৫৫ ম্যাচে। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ফিরে আসার পাশাপাশি নিজেদের খুঁজে পাওয়ার মিশন লঙ্কানদের।

যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে ভাল সময় পার করছেন না দলে অন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাস। দক্ষিণ আফ্রিকার সাবেক এ উইকেট কিপার-ব্যাটসম্যান লঙ্কান শিবিরে যোগ দিয়েছিলেন ২০১৬ সালের অক্টোবরে।

দলের সাবেক কোচ স্বদেশী গ্রাহাম ফোর্ডের পদত্যাগের পর চলতি বছরের ২৭ জুন হাল ধরেন পোথাস। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়াইটওয়াশ ও প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হবার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭,

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top