চলতি মাসের ২২ তারিখ চমক নিয়ে আসছে হুয়াওয়ে

চীনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে চলতি মাসের শেষদিকে পরবর্তী ফোল্ডেবল ফোন উন্মোচন করবে। চীনা সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ওয়েইবোতে হুয়াওয়ে নিজেদের নতুন ফোল্ডেবল ‘মেট এক্স২’ উন্মোচনের ঘোষণা দিয়েছে। ফেব্রুয়ারির ২২ তারিখ ডিভাইসটি উন্মোচন করা হতে পারে। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হুয়াওয়ের এবারের ফোল্ডেবল ফোন ভেতরের দিকে ভাঁজ হবে। হুয়াওয়ের আগের ফোল্ডেবল ফোন দুটি হলো মেট এক্সএস এবং মেট এক্স।

হুয়াওয়ে \’মেট এক্স২\’ ফোল্ডেবল ফোনে অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান বলেছেন, তিনি ডিভাইসটি কিছু সময় ব্যবহার করেছেন। এটি চমক সৃষ্টি করবে। প্রথম ধাপে কতসংখ্যক ইউনিট বাজারে ছাড়া হবে তা বলা হয়নি। এ ছাড়া ডিভাইসটি বৈশ্বিক বাজারে কবে মিলবে এবং দাম কেমন হবে সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Scroll to Top