চুরির তিনদিন পর তিন চোর সহ গরু উদ্ধার

ফেনীতে চুরি হয়ে যাওয়ার ৩ দিন পর এক খামারির ৩ টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন গরু চোরকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ এলাকার আবদুর রৌফের বাড়ী থেকে উদ্ধার করা হয় গরু তিনটি।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, ফেনী সদর উপজেলার ধলিয়ার দৌলতপুর গ্রামের ফয়েজ আহম্মদ বাড়ীর মোহাম্মদ হারুনের গরুর খামার থেকে ২১শে আগষ্ট রাতে কোরবানি উপলক্ষে বিক্রির জন্য রাখা ৩ টি গরু চুরি হয়ে যায়। পরদিন ফেনী মডেল থানাকে বিষয়টি জানালে গরু উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সোনাগাজী উপজেরার আমিরাবাদ ইউনিয়নের গোয়ামারা গ্রামের আবদুর রৌফের বাড়ী থেকে চুরি হওয়া গরু তিনটি উদ্ধার করা হয়। এসময় এ ঘটনার সাথে জড়িত আনোয়ারুল ইসলাম বাঁধন (১৮), আবদুল কাদের (৩৮) এবং মোহাম্মদ মিজানকে (২৮) আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেনীর আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top